21 June, 2023

ভূমি সেবা জনগণের দোর গোড়ায় (জমা জমি) land

 

ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা জনগণের নিকট সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ বানিয়েছে। গুগোল প্লে স্টোর থেকে যে কেউ ইনস্টল করে নিতে পারবেন।
ভুমি বিষয়ক বিবিধ সেবা যেমন নামজারী, ভুমি উন্নয়ন কর, রেকর্ড খতিয়ান, নামজারী খতিয়ান, পর্চা, মৌজা ম্যাপ প্রভৃতি সরাসরি অনলাইনের মাধ্যমে পাওয়ার সকল ব্যবস্থা এই অ্যাপের মধ্যে রাখা আছে। ভুমি বিষয়ক সকল কর্মকর্তার নম্বর এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে সর্বশেষ রেকর্ডের খতিয়ানের QR-কোড সম্বলিত পিডিএফ কপি মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন। বিকাশ বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মাত্র ১০০ টাকার মাধ্যমে ঘরে বসে যে কোন সেবা পাওয়া সম্ভব।
মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবে পরিণত হয়েছে।
 
 
 
 
কিভাবে কাজ করবেন তার নমুনা নিচের ছবিগুলার উপর ক্লিক করে দেখতে পারেনঃ-